Date : 19 Oct, 2023
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 20 অক্টোবর -২০23 খ্রি: তারিখ হতে দূর্গাপুজা,ফাতেহা-ই-ইয়াজদাহম,শ্রী শ্রী লক্ষীপূজা ও প্রবারণা পূর্নিমা উপলক্ষে 28 অক্টোবর 2023 খ্রি: তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। 29 অক্টোবর-২০23 খ্রি: তারিখ থেকে বিদ্যালয় যথারীতি চলবে ।